Tamil Nadu | 'ভদ্র' চোর! চুরি করা বাইক ফেরত দিয়ে ১৫০০টাকা-সহ চিঠিতে ক্ষমাও চাইলো চোর!

Wednesday, February 26 2025, 2:27 pm
highlightKey Highlights

সম্প্রতি তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় তিরুপ্পুভানমে নিজের বাড়ির সামনে থেকে বাইক চুরি যায় বীরমণির।


চুরি যাওয়া বাইক ফেরত দিয়ে গেলো চোরই। সম্প্রতি তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় তিরুপ্পুভানমে নিজের বাড়ির সামনে থেকে বাইক চুরি যায় বীরমণির। এরপর থানায় অভিযোগ করেন তিনি। এর কয়েকদিন পরই বাড়ির সামনে ফিরে আসে চুরি যাওয়া সেই বাইক! সঙ্গে আবার ছিল চিঠিও! তাতে লেখা,“আমি অন্য এলাকা থেকে আসার সময় সমস্যার সম্মুখীন হই। যেভাবেই হোক আমাকে গন্তব্যে পৌঁছতেই হত। তখন আপনার বাইকটি আমার চোখে পড়ে। প্রয়োজনে বাইক নেওয়াটা ভুল মনে হয়নি, পরে অত্যন্ত খারাপ লাগে। আমি আপনার কাছে ঋণী। বাইকের পেট্রোল ট্যাঙ্কে আমি ১৫০০টাকা রাখলাম।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File