FIFA Qualifiers | চোটে বাদ মেসি! আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে টেনে তুললো থিয়াগো আলমাদা
Saturday, March 22 2025, 6:09 am

থিয়াগো আলমাদার করা একমাত্র গোলে উরুগুয়েকে ১:০ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও পোক্ত করল আকাশি-সাদা ব্রিগেড।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্টিনার সামনে বাধা ছিল অনেক। চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন লিওনেল মেসি। খেলতে পারেননি দিবালা, লাউতারো মার্টিনেজও। সব বাধা পেরিয়ে ১:০ গোলে উরুগুয়েকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পোক্ত করল আর্জেন্টিনা। এদিন আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন ম্যাচের 'নায়ক' থিয়াগো আলমাদা। ম্যাচের ৬৮ মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে ডান পায়ে দূরপাল্লার জোরালো শটে জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ের ফলে ২০২৬ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের দোরগোড়ায় পৌঁছলো আর্জেন্টিনা।
- Related topics -
- খেলাধুলা
- ফিফা বিশ্বকাপ
- ফিফা
- উরুগুয়ে
- উরুগুয়ে ফুটবল ফেডারেশন
- আর্জেন্টিনা
- লিওনেল মেসি
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল লেজেন্ড