Imran Khan | 'একটা চুলও স্পর্শ করতে পারবে না', ইমরান খানের মৃত্যু-জল্পনা নিয়ে মুখ খুললেন বোন আলিমা!

Thursday, November 27 2025, 3:54 pm
Imran Khan | 'একটা চুলও স্পর্শ করতে পারবে না', ইমরান খানের মৃত্যু-জল্পনা নিয়ে মুখ খুললেন বোন আলিমা!
highlightKey Highlights

সমস্ত জল্পনা উড়িয়ে আদিয়ালা জেল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন।


জেলেই খুন হয়েছেন ইমরান খান, এমনই গুঞ্জন শোনা যাচ্ছিলো বুধবার। তবে সমস্ত জল্পনা উড়িয়ে আদিয়ালা জেল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বোন আলিমা খান সংবাদমাধ্যমকে বলেন, ”ওঁর মাথার একটা চুলও স্পর্শ করতে পারবে না ওরা। যদি দাদার কিছু হয়ে যায়, আপনাদের কি মনে হয় লোকেরা ওদের ছেড়ে দেবে?” আলিমা ক্ষোভ উগরে আরও বলেন,ইমরান খান অন্তত ৬ সপ্তাহ ধরে একেবারে আলাদা একটা সেলে রয়েছে। দেখা করতে দেওয়া হচ্ছে না কারও সঙ্গে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File