Marksheet | প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মূল্যায়নের মার্কশিট থাকবে একটাই!
Wednesday, June 12 2024, 12:41 pm

মার্কশিটের ক্ষেত্রে আসছে বদল। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মূল্যায়নের মার্কশিট থাকবে একটাই।
মার্কশিটের ক্ষেত্রে আসছে বদল। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মূল্যায়নের মার্কশিট থাকবে একটাই। অর্থাৎ কোনও ছাত্র বা ছাত্রী সে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষায় কত নম্বর পেয়েছে সেটা একটি রিপোর্ট কার্ডেই দেখা যাবে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই রিপোর্ট কার্ড চালুর ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেই মতো প্রত্যেকটি স্কুলকে বলা হয়েছে যাতে এই শিক্ষাবর্ষ থেকে প্রত্য়েক পড়ুয়া কত নম্বর পাচ্ছে সেটা নির্দিষ্ট রিপোর্ট কার্ডে যেন নথিভুক্ত করা হয়।
- Related topics -
- শিক্ষা ব্যবস্থা
- শিক্ষার্থী
- শিক্ষাদফতর