Anandapur | ছাইয়ের স্তূপ থেকে বেরোচ্ছে হাড়গোড়, আনন্দপুরের গোডাউনে ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা?

Tuesday, January 27 2026, 11:48 am
Anandapur | ছাইয়ের স্তূপ থেকে বেরোচ্ছে হাড়গোড়, আনন্দপুরের গোডাউনে ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা?
highlightKey Highlights

নজরদারির অভাব সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক জায়গাতেই অডিট করা হয়। এই জায়গাটা হয়তো কোনও কারণে মিস হয়ে গিয়েছে।’


আনন্দপুরের অগ্নিকাণ্ডে শিউরে উঠেছে গোটা রাজ্যবাসী। গত রবিবার এলাকার নাজিরাবাদে একটি ডেকরেটর্সের গোডাউনে আগুন লাগে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। ইতিমধ্যেই ছাইয়ের স্তূপ থেকে হাড়গোড় বার হচ্ছে। তবে এরই মধ্যে দুর্ঘটনাস্থলে যে উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না, তা স্বীকার করেছেন দমকলের ডিজি রণবীর কুমার। নজরদারির অভাব সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক জায়গাতেই অডিট করা হয়। এই জায়গাটা হয়তো কোনও কারণে মিস হয়ে গিয়েছে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File