দেশ

Ahmedabad Plane Crash | 'টেক-অফের ৩০ সেকেন্ড পরেই প্রবল জোরালো শব্দ হল।' -অভিশপ্ত বিমান থেকে রক্ষা পেয়ে কী বললেন রমেশ?

Ahmedabad Plane Crash | 'টেক-অফের ৩০ সেকেন্ড পরেই প্রবল জোরালো শব্দ হল।' -অভিশপ্ত বিমান থেকে রক্ষা পেয়ে কী বললেন রমেশ?
Key Highlights

অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানে থাকা কমপক্ষে এক যাত্রীর প্রাণরক্ষা পেল। হাসপাতালের বিছানায় শুয়ে বিশ্বাস বলেন 'টেক-অফের ৩০ সেকেন্ড পরেই প্রবল জোরালো শব্দ হল।’

আহমেদবাদের বিমান দুর্ঘটনায় বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন এয়ার ইন্ডিয়ার ৭৮৭'৮ ড্রিমলাইনার বিমানের ১১Aর যাত্রী বিশ্বাসকুমার রমেশ। হাসপাতালের বিছানায় শুয়ে বিশ্বাস বলেন, 'টেক অফের ৩০ সেকেন্ড পরেই প্রবল জোরালো শব্দ হল। আর তারপর বিমানটি ভেঙে পড়ল। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল।' তিনি আরও অ্যাম্বুলেন্সে বলেন, 'যখন আমি উঠে দাঁড়াই, আমার চারিদিকে দেহ পড়েছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দৌড়াতে শুরু করে দিই। আমার চারপাশে প্লেনের টুকরো পড়েছিল। কেউ আমায় ধরে নেন। আর অ্যাম্বুলেন্সে তুলে দেন। নিয়ে আসেন হাসপাতালে।'