HMPV | 'আতঙ্কিত হওয়ার কিছু নেই..প্রতি বছরই ঘটে'! HMPV ভাইরাস নিয়ে স্বস্তির বার্তা দিলেন WHOর মুখপাত্র
Thursday, January 9 2025, 7:40 am
Key Highlights
WHOর মুখপাত্র ডঃ মার্গারেট হ্যারিস বলেন, ”HMPV নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঋতু বদলেের সম এই ধরনের সংক্রমণ ছড়ানো খুব সাধারণ ঘটনা, যা প্রতি বছরই ঘটে।”
সকলের মনেই এখন প্রশ্ন, HMPV কি করোনার মতোই ভয়ানক আকার ধারণ করতে চলেছে? সব আশঙ্কা, ভয় দূর করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা WHO। সাংবাদিক সম্মেলন করে WHOর মুখপাত্র ডঃ মার্গারেট হ্যারিস বলেন, ”HMPV নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঋতু বদলেের সম এই ধরনের সংক্রমণ ছড়ানো খুব সাধারণ ঘটনা, যা প্রতি বছরই ঘটে।”এমনকি এই ভাইরাস নাকি চিনে গত বছরেও ছড়িয়েছিল। তার তুলনায় এ বছর তুলনায় আক্রান্তরা কম হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও এটি নতুন ভাইরাস নয়। ২০০১ সালে প্রথম ভাইরাসটি চিহ্নিত করা হয়।
- Related topics -
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- ভাইরাস
- এইচএমপিভি
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- চিন
- চীন