আবহাওয়া

Weather | বাংলার জেলাগুলিতে ঘূর্ণাবতের সাঁড়াশি আক্রমণ, দক্ষিণবঙ্গে কবে ঢুকছে বর্ষা?

Weather | বাংলার জেলাগুলিতে ঘূর্ণাবতের সাঁড়াশি আক্রমণ, দক্ষিণবঙ্গে কবে ঢুকছে বর্ষা?
Key Highlights

বুধবার থেকে কলকাতা-সহ বাংলার একাধিক স্থানে জায়গায় ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে জেলায় জেলায়।

উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ ঘটলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষার দেখা নেই। নির্ধারিত দিন, ১০ জুন পেরিয়ে গিয়েছে ইতিমধ্যে। আবহাওয়া সূত্রে খবর, একটি উত্তর ওড়িশা এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর এবং অন্যটি মধ্য বঙ্গোপসাগরের উপর, মোট দুটো ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে। দুই ঘূর্ণাবর্তের প্রভাবে বুধবার থেকে কলকাতা সহ বাংলার একাধিক স্থানে জায়গায় ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।