WB Weather | সুখবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস, পুজোর চার দিনে হবে না ভারী বৃষ্টি
পুজোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, চারদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। কিন্তু আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিলো, এবার পুজো মাটি করবে বৃষ্টি। তবে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস। জানা গিয়েছে, পুজোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, চারদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস বলছে, আজ বাংলার উপকূলে নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। যার জেরে শুক্রবার সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবিবার থেকে বদলাবে পরিস্থিতি। তবে প্যান্ডেল হপিং করার সময় ব্যাগে ছাতা রাখারও পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।