India Bangladesh Border Meeting | সীমান্তে অশান্তির জের? বর্ডার নিয়ে বৈঠকে বসতে চলেছে ভারত ও বাংলাদেশ

ভারত ও বাংলাদেশের মধ্য়ে সীমান্ত সংক্রান্ত আলোচনা হবে। আলোচনায় বেড়া সংক্রান্ত বিষয়, বিএসএফ জওয়ানদের উপর বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা, সিভিলিয়ানদের উপর হামলা এগুলি মুখ্য বিষয় হতে পারে।
হাসিনা সরকারের পতনের পর পদ্মাপাড়ে অশান্ত বাংলাদেশ। আঁচ পড়ছে ভারত বাংলাদেশ সীমান্তেও। বারবার হামলার হচ্ছে সীমান্তবর্তী এলাকায়। এই পরিস্থিতিতে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ভারত ও বাংলাদেশ 'সীমান্ত সমন্বয় বৈঠক'এ বসতে চলেছে। এই বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন বিএসএফ ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী। মেজর জেনারেল মহম্মদ আসরাফুজ্জামান সিদ্দিকী গোটা আলোচনার সময় বর্ডার গার্ড বাংলাদেশে অর্থাৎ বিজিবিকে নেতৃত্ব দেবেন। বর্ডারে কাঁটাতার, বিএসএফ ও সিভিলিয়ানদের ওপর হামলা নিয়ে আলোচনা হতে পারে।