Bula Chowdhury | চুরি গেলো পদ্মশ্রী-রাষ্ট্রপতি পুরস্কার সহ প্রায় সমস্ত মেডেল! ফের চোরের হানা বুলা চৌধুরীর বাড়িতে!

হুগলির হিন্দমোটর সংলগ্ন এলাকায় বিশ্বখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে আলমারি ভেঙে, বিছানা ঘেঁটে চুরি করেছে দুষ্কৃতীরা।
পদ্মশ্রী প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে ফের চুরি! অভিযোগ, হুগলির হিন্দমোটর সংলগ্ন এলাকায় বিশ্বখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে আলমারি ভেঙে, বিছানা ঘেঁটে চুরি করেছে দুষ্কৃতীরা। খোয়া গিয়েছে মূল্যবান সোনার গয়না থেকে শুরু করে দুর্মূল্য পদক। চুরি হয়েছে প্রাক্তন বিধায়কের প্রায় সমস্ত মেডেল, যে তালিকায় রয়েছে পদ্মশ্রী পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কারের মতো পদক, সোনা রুপো ব্রোঞ্জের মেডেল এবং বিদেশি পুরস্কার। এছাড়া ঘরের বিভিন্ন দামি জিনিসও চুরি গিয়েছে। এর আগে তিনবার চুরি হয়েছে এই বাড়িতে।