"ডিজিটাল থিয়েটার", বিনোদনের নতুন দিগন্ত খুলে দিয়েছে লকডাউন।

Friday, January 1 2021, 5:51 am
highlightKey Highlights

ভারতের ক্ষেত্রে ডিজিটাল থিয়েটার বেশ নতুন ধারণা হলেও পৃথিবীর নানা দেশে এর জনপ্রিয়তা আগেও ছিল। তবে লকডাউনের সময় বদলেছে সেই নাটকের গল্পও। আর তার পিছনে নানাভাবে কাজ করেছে সমসাময়িক পরিস্থিতি। নাটক তো একক কোনো শিল্পীর শিল্পকর্ম নয়। এর পিছনে থাকে অসংখ্য মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। অথচ লকডাউন সবার মধ্যেই দূরত্ব বাড়িয়ে তুলেছে। প্রতিটা গল্প হয়ে উঠছে একক মনের গল্প। একাকিত্বের গল্প। আবার তার মধ্যেই নানা মানুষকে জুড়ে নেওয়ার বার্তাও থাকছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়া মানুষদের নিয়েই গড়ে উঠছে গল্প। তাদের একসঙ্গে দেখা যাচ্ছে ভিডিও কনফারেন্সের স্ক্রিনে। ডিজিটাল থিয়েটারের পর্দায় উঠে আসছে ডিজিটাল জীবনের ছবি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File