R G Kar | গণধর্ষণ করা হয়েছিল আর জি করের তরুণী চিকিৎসককে? চাঞ্চল্যকর তথ্য জানালেন ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞরা
Monday, August 19 2024, 11:08 am
Key Highlightsফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞরা জানান, তাঁকে গলা টিপে, নাক-মুখ চেপে ধরে খুন করা হয়। এমন নৃশংস কাজ করতে গেলে একাধিক ব্যক্তির প্রয়োজন।
'গণধর্ষণে'র শিকার আরজিকরের মৃত তরুণী চিকিৎসক! ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞরা জানান, তাঁকে গলা টিপে, নাক-মুখ চেপে ধরে খুন করা হয়। এমন নৃশংস কাজ করতে গেলে একাধিক ব্যক্তির প্রয়োজন। কারও একার পক্ষে একইসঙ্গে গলা টিপে, নাকমুখ চেপে ধরে খুন করা সম্ভব নয়। ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞদের কথায়, মৃত্যুর আগে অথবা পরে তরুণীকে নির্যাতন, গণধর্ষণ করা হয়েছিল। ড. অজয় গুপ্তের কথায়, 'নির্যাতিতার শরীরে জমে থাকা বীর্যের ডিএনএ পরীক্ষা করলে জানা যাবে চিকিৎসক গণধর্ষণের শিকার হয়েছিলেন কি না”।
-  Related topics - 
 - আর জি কর কান্ড
 - ক্রাইম
 - ধর্ষণ
 - শহর কলকাতা
 - ফরেনসিক দল
 

 