Barasat Metro | শুরু হচ্ছে বারাসাত মেট্রোর কাজ! সয়েল টেস্টের অনুমতি চাইলো কতৃপক্ষ

Wednesday, August 13 2025, 3:07 pm
highlightKey Highlights

পাকাপাকি ভাবে শুরু হতে চলেছে বারাসতে মেট্রোর কাজ। সয়েল টেস্ট করতে চেয়ে পুরসভার কাছে চিঠি পাঠিয়েছেন কর্তৃপক্ষ।


নোয়াপাড়া স্টেশন থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, এয়ারপোর্ট, বিরাটি, মাইকেল নগর, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর, বারাসাত এই কটি স্টেশন নিয়ে প্রস্তাবিত কলকাতা মেট্রোর ইয়েলো লাইন। এবার বারাসাত মেট্রোর কাজ শুরু হতে চলেছে। সয়েল টেস্টের অনুমতি চেয়েছে মেট্রো সংস্থা ‘রাইটস’। টেস্টের জন্য স্টার মলের পাশে, বারাসত অ্যাসোসিয়েশন প্লে গ্রাউন্ড, আরবিসি রোড, মিউনিসিপ্যালিটির পেছনে, ব্যাঙ্ক অফ বরোদা, কেএনসি রোড জায়গা, রেজিস্ট্রি অফিসের কাছে, কাছারি ময়দানের কাছে, বর্ণালী সঙ্ঘের কাছের জায়গা বাছা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File