Ghatal Master Plan | ঘাটাল মাস্টার প্ল্যানের খাতা খুললো অবশেষে, রাজ্য বাজেটে বরাদ্দ হলো অর্থ, ফেব্রুয়ারিতেই শুরু কাজ

বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি টাকা বরাদ্দ করল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় এই ঘোষণা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান এবার জায়গা পেলো রাজ্য বাজেটে। বুধবার রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট পেশ করার সময় জানালেন আগামী দুই বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ করা হবে। সেচমন্ত্রী মানস ভুইঁয়া আগেই ঘাটাল প্রকল্পের জন্যে মোট ১২৩৮ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছিলেন। এবার সেই প্রকল্পে আরো ৫০০ কোটি বরাদ্দ করল রাজ্য। প্রতিবছর বর্ষাকালে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে যায়। তা রুখতেই বহুবছর আগে এই প্ল্যান বানানো হয়েছিল।