Venezuela-India | ভেনেজ়ুয়েলার অস্থির পরিস্থিতির প্রভাব পড়তে পারে এই ভারতীয় সংস্থার ওপর!
Tuesday, January 6 2026, 3:59 am

Key Highlightsএনার্জি সেক্টরের ছাড়াও ভারতের বেশ কয়েকটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার উপরেও প্রভাব পড়তে পারে।
ভেনেজ়ুয়েলায় মাদুরো যুগের অবসান হয়েছে আমেরিকা সেনার অভিযানে। যার ফলে লাতিন আমেরিকার এই দেশে এখন রাজনৈতিক অস্থিরতা চরমে। তবে ভেনেজ়ুয়েলার এই পরিস্থিতির প্রভাব ভারতের অর্থনীতিতে খুব গভীর প্রভাব ফেলবে না বলে জানিয়েছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ। যদিও বেশ কয়েকটি ভারতীয় সংস্থার উপর এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে। রাষ্ট্রায়ত্ত তৈল সংস্থা ওএনজিসি-র ২টি অয়েল প্রোজেক্ট ভেনেজ়ুয়েলায় থাকায় এই সংস্থার ওপর প্রভাব পড়তে পারে। এনার্জি সেক্টরের ছাড়াও ভারতের বেশ কয়েকটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার উপরেও প্রভাব পড়তে পারে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ভারত


