SSC final verdict | বৃহস্পতিবারে সুপ্রিম কোর্টে SSC মামলার রায়দান, ২৬ হাজার যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ কী?
Wednesday, April 2 2025, 4:47 pm
Key Highlightsস্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় রায়দান বৃহস্পতিবার। রায় দেবে সুপ্রিম কোর্ট।
গত শুনানিতে কোন ওএমআর শিটকে আসল বলে ধরা হবে তা সিবিআই কিংবা এসএসসি কোনও পক্ষই বলতে পারেনি। ১০ ফেব্রুয়ারি এসএসসি মামলার সম্পূর্ণ শুনানির পর রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। এসএসসির যোগ্য অযোগ্য চাকরিপ্রার্থীদের আলাদা করা সম্ভব কিনা এই প্রশ্নের জবাব মিলবে আগামিকাল। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায়দান। উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছিল ২০১৬র এসএসসি প্যানেল। চাকরি খুইয়েছিলেন ২৫৭৫৩ জন প্রার্থী।

