9/11 । ২৩ বছর পর ন্যায় পাবে ৯/১১-র মৃতরা? টুইন টাওয়ারে হামলার অন্যতম চক্রী খালিদ শেখ
Friday, August 2 2024, 3:54 am
Key Highlightsখালিদ-সহ তিন জঙ্গিকে দোষ স্বীকার করিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার দিকে এগোচ্ছে মার্কিন গোয়েন্দারা।
২০০১ সালের ৯/১১-র নাশকতা হামলায় মৃত্যু হয় প্রায় তিন হাজার মানুষের। এরপর ২০০৩ সালে গ্রেফতার হয় টুইন টাওয়ারে হামলার অন্যতম চক্রী আল কায়দা জঙ্গি খালিদ শেখ মহম্মদ। সেই ঘটনার প্রায় ২৩ বছর পর এবার খালিদ-সহ তিন জঙ্গিকে দোষ স্বীকার করিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার দিকে এগোচ্ছে মার্কিন গোয়েন্দারা। সূত্রের খবর, নতুন করে খালিদকে দিয়ে আদালতে দোষ স্বীকারের পরিকল্পনা করেছেন তদন্তকারীরা। এদিকে মৃত্যুদণ্ডের আবেদন থেকে সরছে না এফবিআই। ফলে আশা, আড়াই দশক পর ন্যায় পাবে ৯/১১-র মৃতরা।
- Related topics -
- মার্কিন যুক্তরাষ্ট্র
- মার্কিন গোয়েন্দা সংস্থা
- হামলা
- জঙ্গি হামলা

