RAW | হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ভারতীয় গুপ্তচর সংস্থা 'RAW'কে নিষিদ্ধ করতে চায় মার্কিন কমিশন!

ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’কে (RAW) নিষিদ্ধ করার প্রস্তাব আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশনের (USCIRF)।
জো বাইডেনের শাসন চলাকালীন মার্কিন মুলুকে এক খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের আঙুল উঠেছিল ‘র’ এর বিরুদ্ধে। কানাডায় নিজ্জর খুনেও ‘র’কে দায়ী করে মার্কিন কমিশনের USCIRF। যদিও এই সব অভিযোগ অস্বীকার করেছিল কেন্দ্রীয় সরকার। গত মঙ্গলবার মার্কিন কমিশনের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মোদি জমানায় ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। এরপরই USCIRF মার্কিন সরকারের কাছে ‘র’কে নিষিদ্ধ ঘোষণা করার দাবি করেছে।