Upper Primary | আজ সন্ধের মধ্যেই প্রকাশিত হবে আপার প্রাইমারির প্যানেল, পুজোর আগে হতে পারে প্রথম কাউন্সেলিং
Wednesday, September 25 2024, 7:01 am
Key Highlightsপ্যানেলের মেয়াদ ১ বছর, সেই সময়ের মধ্যেই সম্পন্ন হবে কাউন্সেলিং। ২০২৫ সালে যোগ্যরা পাবেন চাকরির সুপারিশপত্র ইস্যু।
স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি মেনেই আজ, ২৫ সেপ্টেম্বর সন্ধের মধ্যেই প্রকাশিত হবে আপার প্রাইমারির প্যানেল। প্রায় এক দশক পর চাকরির সম্ভাবনা ১৪ হাজার চাকরিপ্রার্থীর। কিন্তু একটি মামলায় ছাড়পত্র পেয়েছে আপারের প্যানেল। তবে অন্য মামলার আশঙ্কা চাকরিপ্রার্থীদের। তবে আসএসসি সূত্রে জানা যাচ্ছে, আজ প্যানেল প্রকাশের পর পুজোর আগে হতে পারে প্রথম কাউন্সেলিং। প্যানেলের মেয়াদ ১ বছর, সেই সময়ের মধ্যেই সম্পন্ন হবে কাউন্সেলিং। ২০২৫ সালে যোগ্যরা পাবেন চাকরির সুপারিশপত্র ইস্যু।
- Related topics -
- শিক্ষক নিয়োগ
- কলকাতা হাইকোর্ট
- এসএসসি

