আন্তর্জাতিক

World Hunger | রাষ্ট্রসঙ্ঘের ভাঁড়ারে ঊর্ধ্বমুখী অর্থ সঙ্কট! বিশ্ব জুড়ে বাড়ছে খাদ্য সঙ্কট! বাংলাদেশ-শ্রীলঙ্কার থেকেও চীন ভারত নিয়ে

World Hunger | রাষ্ট্রসঙ্ঘের ভাঁড়ারে ঊর্ধ্বমুখী অর্থ সঙ্কট! বিশ্ব জুড়ে বাড়ছে খাদ্য সঙ্কট! বাংলাদেশ-শ্রীলঙ্কার থেকেও চীন ভারত নিয়ে
Key Highlights

বিশ্বের কমবেশি ৪০% মানুষ খিদের জ্বালায় মৃত্যুমুখী, কিন্তু তা সত্ত্বেও রাষ্ট্রসঙ্ঘের তহবিলে বরাদ্দ কমাচ্ছে বিশ্ব অর্থনীতির হেভিওয়েট দেশগুলি।

বিশ্বের কমবেশি ৪০% মানুষ খিদের জ্বালায় মৃত্যুমুখী, কিন্তু তা সত্ত্বেও রাষ্ট্রসঙ্ঘের তহবিলে বরাদ্দ কমাচ্ছে বিশ্ব অর্থনীতির হেভিওয়েট দেশগুলি। যার জেরে, খাদ্য সঙ্কট যেমন বাড়ছে বিশ্বজুড়ে, তেমনই অর্থের সঙ্কটও ক্রমশ ঊর্ধ্বমুখী রাষ্ট্রসঙ্ঘের ভাঁড়ারে। ২০২৪ সালে রাষ্ট্রসংঘের প্রয়োজনের মাত্র ৪৬ শতাংশ অনুদান এসেছে মহাশক্তিধর দেশগুলি থেকে। হিসেব বলছে,বিশ্বেরঅন্তত ৩০.৫ কোটি মানুষ জীবনধারনের জন্য নূন্যতম খাদ্য পান না।  রাষ্ট্রসঙ্ঘ আরও জানিয়েছে, ভারতে খাদ্যের অভাব বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কার থেকে অনেকটাই বেশি।