আন্তর্জাতিক

USAID-Trump | USAID-র প্রায় ২০০০ কর্মীকে ছাঁটাই করলো ট্রাম্পের সরকার! বহুজনকে অনির্দিষ্টকালের জন্য ছুটি!

USAID-Trump | USAID-র প্রায় ২০০০ কর্মীকে ছাঁটাই করলো ট্রাম্পের সরকার! বহুজনকে অনির্দিষ্টকালের জন্য ছুটি!
Key Highlights

এক ধাক্কায় USAID এর প্রায় ২০০০ কর্মীকে ‘টার্মিনেশন লেটার’ পাঠালো ট্রাম্পের সরকার।

এক ধাক্কায় USAID এর প্রায় ২০০০ কর্মীকে ‘টার্মিনেশন লেটার’ পাঠালো ট্রাম্পের সরকার। পাশাপাশি অনেককে পাঠানো হয়েছে অনির্দিষ্টকালের ছুটিতে। গ্লোবাল নিউজ এজেন্সি সূত্রে খবর, আরও হাজার কর্মীরও চাকরি অনিশ্চিত বলে জানা গিয়েছে। অন্যদিকে, ছাঁটাই হওয়া ভিনদেশের কর্মীদের বাড়ি ফেরার খরচ টুকুই দেওয়া হবে বলে খবর। ছাঁটাই হওয়া কর্মীদের কাছ থেকে সরকারি সমস্ত সম্পত্তি অর্থাৎ কাজের জন্য দেওয়া যন্ত্রপাতি, নথিপত্র আগামী সপ্তাহের মধ্যেই ফিরিয়ে নিয়ে আসা হবে বলেও সূত্রে খবর।