Trump-Harvard | হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের ভর্তি বাতিল করলো প্রেসিডেন্ট ট্রাম্প!- বিপাকে পড়ুয়ারা

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি পড়ুয়া ভর্তির ক্ষমতা বাতিল করে দিল ট্রাম্প প্রশাসন। নতুন করে আর কোনও অন্য দেশের পড়ুয়া হার্ভার্ডে পড়তে যেতে পারবেন না।
ট্রাম্পের দাবি ছিল হাভার্ডের ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ এবং চিনা কমিউনিস্ট দলকে তোল্লাই দেওয়া হয়। এই দাবির ওপর ভিত্তি করে ইতিমধ্যেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর থেকে ফেডেরাল ফান্ড, করমুক্ত হওয়ার সুবিধা কেড়ে নেওয়া হয়েছে। তবে তাতেও দমেনি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এবার হার্ভার্ডকে শায়েস্তা করতে স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (SEVP) এর আওতাভুক্ত আইভি লিগ প্রতিষ্ঠানের সার্টিফিকেশন তৎক্ষণাৎ বাতিল করা হলো। এর জেরে নতুন করে আর অন্য কোনো দেশের পড়ুয়া হার্ভার্ডে পড়তে যেতে পারবেন না।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- ট্রাম্প
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প