আবহাওয়া

Weather West Bengal | ১২৪ বছরে দক্ষিণবঙ্গে তৃতীয় শুষ্কতম জুন! চিন্তার ভাঁজ চাষিদের কপালে!

Weather West Bengal | ১২৪ বছরে দক্ষিণবঙ্গে তৃতীয় শুষ্কতম জুন! চিন্তার ভাঁজ চাষিদের কপালে!
Key Highlights

১২৪ বছরে তৃতীয় শুষ্কতম জুন দক্ষিণবঙ্গে। জুনে দেশে সবচেয়ে বেশি ঘাটতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই।

১২৪ বছরে তৃতীয় শুষ্কতম জুন দক্ষিণবঙ্গে। জুনে দেশে সবচেয়ে বেশি ঘাটতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই। গোটা দেশে ঘাটতি ১১%, দক্ষিণবঙ্গে ৬৭%। এমন পরিস্থিতিতে আমন ধানের বীজতলা নিয়ে সমস্যায় চাষিরা। জুন মাসে দক্ষিণবঙ্গে ২৪৭ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। তবে হয়েছে ৮১.৪ মিলিমিটার। ১৯০০ সাল থেকে এ পর্যন্ত মাত্র ৫ বার ১০০ মিলিমিটারের নীচে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। জুনে ঘাটতির শীর্ষে ২০০৯ সাল। তালিকায় দ্বিতীয় ১৯০৫ সাল। বৃষ্টি হয়েছিল ৭০.৯ মিলিমিটার। তৃতীয় ২০২৪।