Kashmir Weather | কাশ্মীরে ২৫ বছরে উষ্ণতম দিন! শ্রীনগরে তাপমাত্রা ৪০ এর কাছাকাছি! গরমে বন্ধ করতে হলো স্কুল

Monday, July 29 2024, 11:23 am
Kashmir Weather | কাশ্মীরে ২৫ বছরে উষ্ণতম দিন! শ্রীনগরে তাপমাত্রা ৪০ এর কাছাকাছি! গরমে বন্ধ করতে হলো স্কুল
highlightKey Highlights

গত রবিবার কাশ্মীরে ছিল জুলাইয়ের সর্বাধিক উষ্ণতম দিন। যা বিগত ২৫ বছরের সবচেয়ে বেশি।


'ফুঁটছে' ভূস্বর্গ! গত রবিবার কাশ্মীরে ছিল জুলাইয়ের সর্বাধিক উষ্ণতম দিন। যা বিগত ২৫ বছরের সবচেয়ে বেশি। IMD জানাচ্ছে, শ্রীনগর শহরে রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৯৯ সালের ৯ জুলাই ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এছাড়া এর আগে ১৯৪৬ সালের ১০ জুলাই ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ছিল শ্রীনগর। গোটা কাশ্মীরে গরমে পরিস্থিতি এমনই যে, সেখানে ছোটদের স্কুল বন্ধ করে দিতে হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File