Justice Yashwant Verma | নগদ কাণ্ডে সুপ্রিম কমিটির বিরুদ্ধে মামলা, বিচারপতি যশবন্ত বর্মার আর্জি শুনবে শীর্ষ আদালত

Saturday, July 26 2025, 4:28 pm
Justice Yashwant Verma | নগদ কাণ্ডে সুপ্রিম কমিটির বিরুদ্ধে মামলা, বিচারপতি যশবন্ত বর্মার আর্জি শুনবে শীর্ষ আদালত
highlightKey Highlights

দিল্লির নগদ কাণ্ডে শীর্ষ আদালতের তরফে গড়ে দেওয়া তিন বিচারপতির কমিটির রিপোর্টের বিরুদ্ধে বিচারপতি যশবন্ত বর্মার আবেদন শুনবে সুপ্রিম কোর্ট।


দিল্লির নগদ কাণ্ডে নয়া মোড়। সুপ্রিম কোর্টের ইন হাউস কমিটি গত ৩ মে সুপ্রিম কোর্টে বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে একটি মুখবন্ধ রিপোর্ট জমা দেয়। তাতে বিচারপতির বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমান রয়েছে। এই রিপোর্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন বিচারপতি বর্মা। সূত্রের খবর, বিচারপতি যশবন্ত বর্মার আবেদন শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। শুরুতেই সেই মামলা থেকে প্রধান বিচারপতি বিআর গাভাই নিজেকে সরিয়ে নেওয়ায় নতুন করে বেঞ্চ গঠন করা হয়। সোমবার হতে চলেছে মামলার শুনানি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File