NEET-UG 2024 | ‘নিট ইউজি’-র প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার শুনানি আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট! CBI-র হাতে গ্রেফতার মূল অভিযুক্ত রকি!
‘নিট ইউজি’-র প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার শুনানি আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট।
‘নিট ইউজি’-র প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার শুনানি আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং কেন্দ্রের তরফে হলফনামা দিয়ে যে মতামত জানানো হয়েছে, তা সংশ্লিষ্ট সব পক্ষ পায়নি। যার ফলে এই রায়। এদিন এজলাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানায়, সোশাল মিডিয়ায় আসল প্রশ্নপত্র ফাঁস হয়নি। ভুয়ো প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই নিট ইউজি প্রশ্নফাঁস কাণ্ডে মূল অভিযুক্ত রাকেশ রঞ্জন ওরফে রকিকে পাটনা থেকে গ্রেফতার করেছে সিবিআই।
- Related topics -
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- আদালত
- নিট পরীক্ষা
- পরীক্ষা