NEET-UG 2024 | নিট-ইউজি পরীক্ষা বাতিলের দাবি খারিজ করলো সুপ্রিম কোর্ট
Tuesday, July 23 2024, 1:42 pm
Key Highlightsনিট-ইউজি পরীক্ষা বাতিলের দাবি খারিজ করেছে শীর্ষ আদালত। আদালত জানিয়েছে,পরীক্ষা বাতিল করার যে দাবি সেটার যৌক্তকতা নেই।
নিট-ইউজি পরীক্ষা মামলা নিয়ে বড় রায় দিলো সুপ্রিম কোর্ট। নিট-ইউজি পরীক্ষা বাতিলের দাবি খারিজ করেছে শীর্ষ আদালত। আদালত জানিয়েছে,পরীক্ষা বাতিল করার যে দাবি সেটার যৌক্তকতা নেই। কোনও ক্ষেত্রেই এই ধরনের উপাদান মিলছে না যাতে বোঝা যায় যে গোটা পরীক্ষা ব্যবস্থাটার পবিত্রতা নষ্ট হয়ে গিয়েছিল। এদিকে ফের পরীক্ষা হলে ২০ লাখ পরীক্ষার্থী সমস্যায় পড়বেন বলেও জানানো হয়। সুপ্রিম আদালত জানিয়েছে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সিস্টেমেটিক একটা ত্রুটি ছিল। নিট ইউজিতে হাজারিবাগ সেন্টার থেকে প্রশ্ন ফাঁস হয়েছিল।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- নিট পরীক্ষা
- পরীক্ষা

