R G Kar | আরজিকর ঘটনার তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে 'তিলোত্তমা'র বাবার দেওয়া চিঠি, বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
Tuesday, September 17 2024, 7:03 am
Key Highlights
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, সিবিআইকে চিঠি দিয়েছিলেন তিলোত্তমার বাবা। আর সেই চিঠিতেই উল্লেখ করা হয়েছে এমন কিছু বিষয়, যা মোড় ঘুরিয়ে দিতে পারে পুরো তদন্ত প্রক্রিয়ার।
সুপ্রিম কোর্টে শুরু হয়েছে আরজিকর ঘটনার শুনানি। সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, সিবিআইকে চিঠি দিয়েছিলেন তিলোত্তমার বাবা। আর সেই চিঠিতেই উল্লেখ করা হয়েছে এমন কিছু বিষয়, যা মোড় ঘুরিয়ে দিতে পারে পুরো তদন্ত প্রক্রিয়ার। ফলে সেই চিঠি গুরুত্ব সহকারে দেখার জন্য নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিকে রিপোর্ট বলছে, মাত্র একটি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে। রাজ্যের হয়ে আইনজীবী সিব্বল বলেন,'৭ থেকে ৮ ঘণ্টার ফুটেজ দেওয়া হয়েছে। কিন্তু সিবিআই বলছে মাত্র ২৭ মিনিট পেয়েছি।'