Supreme Court | "সবুজ আতশবাজি ব্যবহার করা যাবে"- দীপাবলি উপলক্ষে ঘোষণা সুপ্রিম কোর্টের

দিল্লি-সহ এনসিআর এলাকায় গ্রিন ক্র্যাকার বা সবুজ আতশবাজি ব্যবহারের অস্থায়ী অনুমতি দিল সুপ্রিম কোর্ট।
সামনেই আলোর উৎসব দীপাবলি। সম্প্রতি দিল্লি সহ গোটা দেশেই আতশবাজি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল শীর্ষ আদালত। বুধবার প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ জানিয়েছে, ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত শুধুমাত্র সবুজ আতশবাজি পোড়ানো যাবে। আদালত বলেছে, 'প্রতি বছর দীপাবলির সময় দিল্লির বায়ু দূষণ মারাত্মক আকার ধারণ করে। তবে মানুষকে উৎসব উদযাপনের সুযোগও দিতে হবে। তাই সীমিত পরিসরে সবুজ আতশবাজি অনুমোদন দেওয়া হচ্ছে।' সেই সঙ্গে শহরের বায়ুর মান পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।