দেশ

Supreme Court | গাছ কাটা নরহত্যার চেয়েও খারাপ ! বেআইনিভাবে গাছ কাটলে কোনও ক্ষমা নয়, বার্তা সুপ্রিম কোর্টের

Supreme Court | গাছ কাটা নরহত্যার চেয়েও খারাপ ! বেআইনিভাবে গাছ কাটলে কোনও ক্ষমা নয়, বার্তা সুপ্রিম কোর্টের
Key Highlights

গাছ কাটাকে মানুষ হত্যার চেয়েও বড় অপরাধ বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। গাছ কাটা সংক্রান্ত একটি মামলায় শুনানির সময়ে এই মন্তব্য করে দেশের সর্বোচ্চ আদালত।

তাজমহলকে দূষণ থেকে রক্ষা করার জন্য বিশেষ পদ্ধতিতে তাজ ট্র্যাপিজ়িয়াম জ়োন গড়ে তোলা হয়েছিল। ১০,৪০০ বর্গ কিলোমিটার এলাকার বেশিরভাগ অংশ ছিল গাছ দিয়ে ভরা। গত বছর তাজ ট্র্যাপিজ়িয়াম জ়োন এলাকায় ৪৫৪টি গাছ বেআইনিভাবে কেটে ফেলা অভিযোগ ওঠে শিবশঙ্কর আগরওয়ালের বিরুদ্ধে। এই মামলায় অভিযুক্তের জামিন খারিজ করে সুপ্রিম কোর্টে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ জানিয়েছে, বিপুল সংখ্যক গাছ কাটা একজন মানুষকে হত্যা করার চেয়েও খারাপ কাজ।