SSC | পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানি
Tuesday, September 10 2024, 10:23 am
Key Highlightsবিচারপতি ঋষিকেশ রায়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ, মঙ্গলবার। তবে তা পিছিয়ে হবে আগামী ২৪ সেপ্টেম্বর।
ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানি। বিচারপতি ঋষিকেশ রায়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ, মঙ্গলবার। তবে তা পিছিয়ে হবে আগামী ২৪ সেপ্টেম্বর।গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের নিয়োগের পুরো প্রক্রিয়া বাতিল করে দেয়। যে কারণে চাকরি যায় ২৫,৭৫৩ জনের। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ।

 