দেশ

CBSE | এবার দশম শ্রেণীর পরীক্ষায় ফেল করলেও সমস্যা নেই, আবার দেওয়া যাবে পরীক্ষা, ঘোষণা CBSE বোর্ডের

CBSE | এবার দশম শ্রেণীর পরীক্ষায় ফেল করলেও সমস্যা নেই, আবার দেওয়া যাবে পরীক্ষা, ঘোষণা CBSE বোর্ডের
Key Highlights

এবার থেকে দশম শ্রেণীতে কোনও বিষয়ে অনুত্তীর্ণ বা অপেক্ষাকৃত কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের একই বছরে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার প্রস্তাবের বাস্তবায়নে আরও একধাপ এগোল কেন্দ্রীয় সরকার।

নতুন খসড়া প্রস্তাব আনলো CBSE অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। খসড়ায় বলা হয়েছে দশম শ্রেণীর কোনো পরীক্ষার্থী যদি কোন বিষয়ে অনুত্তীর্ণ হয় বা অপেক্ষাকৃত কম নম্বর পায় তাহলে ওই একই বিষয়ে আবারও পরীক্ষা দিতে পারবে তাঁরা। একই বছরে দুবার পরীক্ষা হবে। প্রথম পরীক্ষার নম্বরে সন্তুষ্ট হলে দ্বিতীয় পরীক্ষা থেকে ‘অপট আউট’ বা পরীক্ষায় না বসার সিদ্ধান্তও নিতে পারবে তাঁরা। খসড়া অনুযায়ী, ফেব্রুয়ারি এবং মে মাসে বোর্ডের পরীক্ষা নেওয়া হবে।