বাংলার "পাখিবুড়ো" অমরেশ কুমার মিত্র! সংগ্রহশালায় রয়েছে প্রায় ১২০ ধরণের পাখির ডিম।

Wednesday, November 11 2020, 8:20 am
highlightKey Highlights

“কৃষ্ণনগরের সেলিম আলি” কারোর কাছে আবার “পাখিবুড়ো” নামে পরিচিত অমরেশ কুমার মিত্র। পাখি সম্পর্কে এমন পড়াশুনা, ফিল্ড ওয়ার্ক ও জ্ঞান খুব কম মানুষেরই আছে। বাংলা ছাড়াও বিহার কিংবা ওড়িশার চিল্কা থেকেও পাখির ডিম নিয়ে এসেছেন তিনি। অমরেশ কুমার মিত্র আমঘাটা শ্যামপুর হাইস্কুলে শিক্ষকতা করেছেন দীর্ঘ ৪২ বছর। পেশায় স্কুল শিক্ষক হলেও নেশায় সংগ্রাহক। কৃষ্ণনগরে বাগানঘেরা বাড়িতেই বানিয়েছেন নিজের সংগ্রহশালা। বর্তমানে ১২০ রকম পাখির প্রায় ৫০০ ডিম রয়েছে তাঁর সংগ্রহে, প্রত্যেক পাখির ডিম রয়েছে আলাদা আলাদা কৌটোয়। সেই কৌটোর মধ্যে যত্ন করে ডিমগুলি সাজিয়ে রেখেছেন অমরেশ কুমার মিত্র। সাপ ও পরিযায়ী পাখির ডিমও আছে তাঁর কাছে




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File