WB Department of Education | পঞ্চম শ্রেণিও যুক্ত হবে প্রাথমিকে! ২০২৯ সালের মধ্যে পাঁচ দফায় সম্পূর্ণ হবে প্রক্রিয়া!

Friday, July 19 2024, 1:11 pm
WB Department of Education | পঞ্চম শ্রেণিও যুক্ত হবে প্রাথমিকে! ২০২৯ সালের মধ্যে পাঁচ দফায় সম্পূর্ণ হবে প্রক্রিয়া!
highlightKey Highlights

জাতীয় শিক্ষা নীতিতে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকে যুক্ত করার জন্য পদক্ষেপ নিতে শুরু করলো রাজ্য।


জাতীয় শিক্ষা নীতিতে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকে যুক্ত করার জন্য পদক্ষেপ নিতে শুরু করলো রাজ্য। শুক্রবার কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, ২০২৫ থেকে ২০২৯ সালের মধ্যে পাঁচ দফায় সম্পূর্ণ করা হবে এই প্রক্রিয়া। এছাড়াও পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, পরিকাঠামোগত মানোন্নয়নের কথাও আদালতকে জানিয়েছে রাজ্য। প্রথম দফায় ২৩৩৫টি স্কুল, দ্বিতীয় দফায় ১৭৭৫টি, তৃতীয় দফায় ২৯৬৬টি, চতুর্থ দফায় ১২ হাজার এবং পঞ্চম দফায় ১৩০৯৩টি স্কুলের পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের আওতায় আনা হবে বলে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File