State Anthem | সরকারি স্কুলগুলিতে ‘বাংলার মাটি, বাংলার জল’ প্রার্থনা সঙ্গীত বাধ্যতামূলক করার নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের
Thursday, November 6 2025, 3:50 pm
Key Highlightsরাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’কে সরকারি ও সরকার পোষিত সমস্ত স্কুলের বাধ্যতামূলক প্রার্থনা সঙ্গীত করা হলো।
বৃহস্পতিবার বিকেলেই একটি নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’কে সরকারি ও সরকার পোষিত সমস্ত স্কুলের বাধ্যতামূলক প্রার্থনা সঙ্গীত করা হলো। ২০২৩ সালে রাজ্য বিধানসভায় একটি বিল পাশ করিয়ে পয়লা বৈশাখ দিনটি ‘রাজ্য দিবস’ হিসেবে পালন করার কথা ঘোষনা করা হয় এবং ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি রাজ্য সঙ্গীত করা হয়। যদিও কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘বাংলার প্রাণ বাংলার মন...’ শব্দগুলি সংযুক্ত করা নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়। তবে এদিন পর্ষদ জানিয়ে দিলো রাজ্য সঙ্গীত হিসাবে গাওয়া গানে কোনও বদল হবে না।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- রাজ্য স্কুল সার্ভিস
- মধ্যশিক্ষা পর্ষদ
- মমতা ব্যানার্জী
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সঙ্গীতশিল্পী

