SSC Recruitment Scam | সুপ্রিম কোর্টে ঝুলে রইলো SSCর ২৬ হাজার চাকরি বাতিল মামলা! পরবর্তী শুনানি ২৭ জানুয়ারি
আজ রাজ্যের হয়ে জোর সওয়াল করলেন আইনজীবী দুষ্যন্ত দাভে। তাঁর বক্তব্যে উঠে এল ‘যোগ্য অযোগ্য’ প্রসঙ্গ।
সুপ্রিম কোর্টে ফের ঝুলে রইলো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। আজ রাজ্যের হয়ে জোর সওয়াল করলেন আইনজীবী দুষ্যন্ত দাভে। তাঁর বক্তব্যে উঠে এল ‘যোগ্য অযোগ্য’ প্রসঙ্গ। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে, প্রধান বিচারপতি জানান, “এই মামলায় সবথেকে বড় চ্যালেঞ্জ হল দুর্নীতিকারী এবং দুর্নীতিহীনদের আলাদা করা। নইলে গোটা প্যানেলই বাতিল করতে হবে।” এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলায় পরবর্তী শুনানি ২৭ জানুয়ারি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- চাকরি দুর্নীতি
- এসএসসি