Commonwealth Games | কমনওয়েলথ গেমসের জন্যে ঢেলে সাজছে আমেদাবাদ, ক্রীড়ামন্ত্রকের পরবর্তী টার্গেট অলিম্পিক!

তিরিশের কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদের করতে চেয়ে সরকারিভাবে বিড জমা দিল ক্রীড়ামন্ত্রক।
খরচের ভয়ে ২০৩০এর কমনওয়েলথ গেমসের দ্বায়িত্ব ছেড়েছে কানাডার অ্যালবার্টা প্রদেশ। সুযোগ পেয়ে কমনওয়েলথ গেমসের জন্যে সরকারিভাবে বিড জমা দিয়েছে ক্রীড়ামন্ত্রক। আসলে ২০৩৬ অলিম্পিকের জন্য বিড করতে চলেছে ভারত। পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরুও করে দিয়েছে গুজরাট সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এই কাজের তদারকি করছেন। ২০২৮এর মধ্যে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম অলিম্পিকের অনুকূল হবে। কমনওয়েলথ গেমসের আয়োজন সুষ্ঠুভাবে করতে পারলে গোটা বিশ্বের সামনে অলিম্পিকের জন্য ভারতের যোগ্যতা প্রমান হয়ে যাবে।