Arshad Warsi | শেয়ার বাজারে প্রতারণার অভিযোগে অভিনেতা আরশাদ ওয়ারসিকে ১ বছরের নির্বাসন দিলো সেবি!

Friday, May 30 2025, 4:19 pm
Arshad Warsi | শেয়ার বাজারে প্রতারণার অভিযোগে অভিনেতা আরশাদ ওয়ারসিকে ১ বছরের নির্বাসন দিলো সেবি!
highlightKey Highlights

আগামী এক বছরের জন্য আরশাদ ওয়ারসিকে শেয়ার বাজারে নিষিদ্ধ করল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)।


শেয়ার বাজার জালিয়াতির অভিযোগে ৫৮ জনকে শেয়ার বাজারে নিষিদ্ধ করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)। সেই তালিকায় আছে বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসির নামও। অভিযোগ সাধনা ব্রডকাস্ট লিমিটেড সম্পর্কিত একটি স্টক কারসাজির মামলায় স্ত্রী (মারিয়া জরেত্তি), শ্যালক সহ আরশাদের যুক্ত থাকার প্রমান পাওয়া গিয়েছে। রং ছড়িয়ে বিভ্রান্তিকর ইউটিউব ভিডিও বানাতেন তিনি যাতে খুচরো বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়ে সংস্থার অধিক শেয়ার কেনে। আগামী এক বছরের জন্য অভিনেতাকে শেয়ার বাজারে নিষিদ্ধ করেছে সেবি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File