Second Hooghly Bridge | সাতসকালে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! স্তব্ধ যান চলাচল, খুলবে কখন জেনে নিন

Sunday, November 2 2025, 4:15 am
highlightKey Highlights

কেবল এবং বিয়ারিংয়ের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সে কারণেই ফের একবার স্তব্ধ হচ্ছে বিদ্যাসাগর সেতু।


কেবল এবং বিয়ারিংয়ের রক্ষণাবেক্ষণের কাজের জন্যে বন্ধ দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল। রবিবার সকাল ৬টা থেকেই সেতুতে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বন্ধ থাকবে দুপুর ২টো পর্যন্ত। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, মোট ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে সেতুতে। দুপুরের আগে কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়ার জন্য ধরতে হবে হাওড়া ব্রিজ। কোলাঘাট কিংবা ডানকুনির দিক থেকে কলকাতাগামী গাড়ি নিবেদিতা সেতু দিয়ে যাবে। যাত্রীবাহী গাড়িকে কাজীপাড়া, জি টি রোড এবং আন্দুল রোড হয়ে সরাসরি ১৬ নম্বর জাতীয় সড়কে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File