Sanchar Saathi App | প্রতিটি ফোনে বাধ্যতামূলক ‘সঞ্চার সাথী’, সাইবার নিরাপত্তা নাকি গোপন নজরদারি?- প্রশ্ন বিরোধীদের

Tuesday, December 2 2025, 7:20 am
highlightKey Highlights

ফোনের মধ্যে আগে থেকেই ইনস্টল থাকবে ‘সঞ্চার সাথী’ অ্যাপ। সোমবার সন্ধ্যায় এমনই নির্দেশিকা জারি করেছে টেলিকম মন্ত্রক।


সোমবার সন্ধ্যায় টেলিকম মন্ত্রক নির্দেশিকা জারি করে জানিয়েছে, এবার থেকে প্রতিটি মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে তাঁদের নির্মিত প্রতিটি স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে ইনস্টল করতে হবে সাইবার নিরাপত্তা অ্যাপ ‘সঞ্চার সাথী’। অ্যাপটির কাজ সীমিত, নিষিদ্ধ বা সেটিকে ডিলিট করার কোনও অপশন রাখা যাবে না। কেন্দ্রের দাবি, সাইবার প্রতারণা রোখার পাশাপাশি চুরি বা হারিয়ে যাওয়া ফোন ট্র্যাক, কালোবাজারে নকল ফোন বিক্রি রুখতে ব্যবহৃত হবে অ্যাপটি। বিরোধীদের অভিযোগ নিরাপত্তার নামে আসলে আমজনতার ফোনে নজরদারির চেষ্টা করছে সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File