Rupee-Dollar | ডলারের তুলনায় মঙ্গলবার আরও কমলো টাকার মূল্য, এই পতনকে সর্বকালীন পতন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা
Tuesday, November 5 2024, 3:24 pm
Key Highlightsডলারের তুলনায় আরও কমলো টাকার মূল্য! সোমবার এক ডলারের তুলনায় টাকার দাম ছিল ৮৪.১১।
ডলারের তুলনায় আরও কমলো টাকার মূল্য! সোমবার এক ডলারের তুলনায় টাকার দাম ছিল ৮৪.১১। মঙ্গলবার সেই পরিমান আরও ২ পয়সা কমে দাঁড়িয়েছে ৮৪.১৩। টাকার দামের এই পতনকে সর্বকালীন পতন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কিন্তু কেন এই পতন? টাকার মূল্যের এই বেহাল অবস্থার জন্য মুলত শেয়ার বাজারের পতনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। কারণ চলতি বছরের সেপ্টেম্বর মাসে শেয়ার বাজার রেকর্ড ছোঁয়ার পর এখনও পর্যন্ত ৮ শতাংশ পড়েছে বাজার।

