পরিবহন

পশ্চিমবঙ্গের যাত্রীদের সুবিধার্থে চালানো হল সুপার ফাস্ট স্পেশাল, জেনে নেওয়া যাক এই ট্রেনের রুট

পশ্চিমবঙ্গের যাত্রীদের সুবিধার্থে চালানো হল সুপার ফাস্ট স্পেশাল, জেনে নেওয়া যাক এই ট্রেনের রুট
Key Highlights

২১শে জুন থেকেই ট্রেন চলাচল শুরু হচ্ছে। নয়া এই স্পেশাল ট্রেনের ফলে সুবিধা হবে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের রেলযাত্রীদের।

রেলযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে উত্তর রেলওয়ে  অমৃতসর এবং শিয়ালদহ রেল স্টেশনের মধ্যে একটি স্পেশাল ট্রেন চালাচ্ছে। নয়া এই স্পেশাল ট্রেনের ফলে সুবিধা হবে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের রেলযাত্রীদের। আজ অর্থাৎ ২১ জুন থেকেই ট্রেন চলাচল শুরু হচ্ছে। উত্তর রেলওয়ের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, রেল যাত্রীদের সুবিধার্থে ২১ জুন থেকে অমৃতসর থেকে শিয়ালদহ পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।

এই স্পেশাল ট্রেন নিম্নলিখিত সময়ে চলবে যাত্রা করবে, জেনে নিন সময়সূচী-

  • ০৪৬০৬০ অমৃতসর – শিয়ালদহ সুপারফাস্ট স্পেশাল ট্রেন ২১ জুন অমৃতসর থেকে ভোর ৫টা বেজে ৫৫ মিনিটে ছাড়বে এবং তার পরের দিন অর্থাৎ ২২ জুন ট্রেনটি দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশনে পৌঁছবে।

অন্য দিকে, বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে উত্তর রেলওয়ে অপারেশনাল কারণে একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।হাওড়া ও কলকাতার বেশ কয়েকটি ট্রেনও আজ বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। বাতিল হওয়া সেই ট্রেনগুলি হল।

১৪০৮৬ সিরসা – তিলক ব্রিজ হরিয়ানা এক্সপ্রেস ২১ জুন বাতিল করা হয়েছে।

১২৩১৮ অমৃতসর – কলকাতা এক্সপ্রেস ২১ জুন বাতিল করা হয়েছে।

১৮৩১০ জম্মু – সম্বলপুর এক্সপ্রেস ২১ জুন বাতিল করা হয়েছে।

১৫৯০৪ চণ্ডীগড় – ডিব্রুগড় এক্সপ্রেস ২১ জুন বাতিল করা হয়েছে।