Earth's Motion । কমে আসছে পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রের ঘূর্ণনের গতি! বদলে যেতে পারে দিন-রাতের মেয়াদ!
Monday, June 17 2024, 7:36 pm
Key Highlightsক্রমশ কমে আসছে পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রের ঘূর্ণনের গতি। সম্প্রতি এই বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষকরা।
ক্রমশ কমে আসছে পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রের ঘূর্ণনের গতি। সম্প্রতি এই বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষকরা। তাদের দাবি, এই ফারাক যদি ভবিষ্যতে স্থায়ী হয়, তাহলে এর বড়সড় প্রভাব পড়তে পারে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের স্থিতাবস্থা এবং সর্বোপরি দিন-রাতের মেয়াদের উপর। উল্লেখ্য, চল্লিশ বছরে সেই প্রথম জানা গিয়েছিল যে, গ্রহটির ম্যান্টল’ অংশের তুলনায় অভ্যন্তরীণ কেন্দ্রের ঘূর্ণন গতি ক্রমশ কমছে।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞানী
- বিজ্ঞান
- পৃথিবী

