R G Kar | সরকারি হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে প্রাক্তন পুলিশ ও সেনাকর্মীরা! অনুমতি না নিয়েই ভাঙা হয়েছিল সেমিনার হলের পাশের ঘর?
Tuesday, August 20 2024, 10:49 am
Key Highlightsএবার সরকারি হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রাক্তন পুলিশ ও সেনাকর্মীরা,এমনই নির্দেশ রাজ্যের।
এবার সরকারি হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রাক্তন পুলিশ ও সেনাকর্মীরা,এমনই নির্দেশ রাজ্যের। ইতিমধ্যে প্রতি পুলিশ সুপারকে তাঁদের এলাকার অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশ আধিকারিকদের তথ্য সংগ্রহ করে চারদিনের মধ্যে রাজ্যকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, আরজি কর হাসপাতালের ভিতরে সংস্কারের কাজ নিয়ে ফের বিতর্ক। কারণ এই হাসপাতাল হেরিটেজ কনজারভেশন কমিটির অন্তর্গত। সুতরাং এখানে ভাঙা বা সংস্কারের কাজের আগে কলকাতা পুরসভার ঐতিহ্য সংরক্ষণ কমিটির অনুমতি নেওয়া নিয়ম। তবে সেই অনুমতি নেওয়া হয়নি বলেই জানাচ্ছেন কমিটির সদস্যরা।
-  Related topics - 
 - আর জি কর কান্ড
 - শহর কলকাতা
 - ক্রাইম
 - পুলিশ
 

 