GST | জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর থেকে জিএসটি কমবে কিনা, তা নিয়ে রিপোর্ট জমা পড়বে অক্টোবরের মধ্যে

Wednesday, September 11 2024, 7:06 am
highlightKey Highlights

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে একটি মন্ত্রিগোষ্ঠী গঠন করা হয়েছে যা আগামী অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেবে।


কমতে চলছে জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর থেকে জিএসটি? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে একটি মন্ত্রিগোষ্ঠী গঠন করা হয়েছে যা আগামী অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেবে। তারপর নভেম্বরে জিএসটি কাউন্সিলের যে বৈঠক হবে, তাতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি নোনতা জিনিসের ক্ষেত্রেও জিএসটির হার কমানো হচ্ছে। আগে ১৮ শতাংশ হারে জিএসটি ধার্য করা হত। এবার থেকে ১২ শতাংশ হারে জিএসটি ধার্য করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File