Repo Rate | বছর শেষ ত্রৈমাসিকেও অপরিবর্তিত রেপো রেট! নিয়ন্ত্রণে মুদ্রাস্ফীতিও
২০২৪ এর শেষ ত্রৈমাসিকেও অপরিবর্তিত রইলো রেপো রেট।পাশাপাশি শেষ ত্রৈমাসিকে কিছুটা নিয়ন্ত্রণে মুদ্রাস্ফীতি।
২০২৪ এর শেষ ত্রৈমাসিকেও অপরিবর্তিত রইলো রেপো রেট। শুক্রবার মনিটারি পলিসি কমিটির বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এই খবর জানান। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের মানিটির পলিসি কমিটির বৈঠক শেষে জানিয়ে দেওয়া হয়, আগামী ত্রৈমাসিকেও সুদের হার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আগামী তিন মাসের জন্য রেপো রেট থাকছে ৬.৫ শতাংশ। পাশাপাশি শেষ ত্রৈমাসিকে কিছুটা নিয়ন্ত্রণে মুদ্রাস্ফীতি।
- Related topics -
- দেশ
- ভারত
- আরবিআই
- রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া