শহর কলকাতা

Barasat Flyover | শনিবার থেকে সংস্কারের কাজ শুরু হচ্ছে বারাসাত উড়ালপুলে, যাতায়াত করবেন কোন পথে?

Barasat Flyover | শনিবার থেকে সংস্কারের কাজ শুরু হচ্ছে বারাসাত উড়ালপুলে, যাতায়াত করবেন কোন পথে?
Key Highlights

শনিবার ২৫ জানুয়ারি রাত থেকে সংস্কারের কাজ শুরু হচ্ছে বারাসাত উড়ালপুলে। ২৫ জানুয়ারি থেকেই প্রতি সপ্তাহে শনিবার রাত ১টা থেকে সোমবার ভোর রাত ৩টে পর্যন্ত সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে এই উড়ালপুল দিয়ে।

২৫ জানুয়ারি থেকে বারাসাত উড়ালপুলে সংস্কারের কাজ শুরু হচ্ছে। এদিন থেকেই টানা ২০সপ্তাহ শনিবার রাত ১টা থেকে সোমবার ভোর রাত ৩টে পর্যন্ত সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে এই উড়ালপুলে। জাতীয় সড়ক ধরে আসা গাড়িগুলিকে কল্যাণী এক্সপ্রেসওয়েমুখী করে দেওয়া হবে। যশোর রোড ধরে যেতে চাওয়া গাড়িগুলি আওয়ালসিদ্ধি সন্তোষপুর হয়ে ঘুরিয়ে দেওয়ার কথা ভাবা হয়েছে। ফ্লাইওভারের বিকল্প রাস্তা হিসেবে জেলা সদর শহরের ১১ নম্বর রেলগেট সংলগ্ন সন্ধানী ক্লাবের পাশের রাস্তা ব্যবহৃত হবে।