Heavy Rain | টাইফুন ইয়াগির অবশিষ্টাংশ শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে নিম্নচাপে, সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

Friday, September 13 2024, 7:44 am
highlightKey Highlights

টাইফুন ইয়াগিরের অবশিষ্টাংশের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।


বাংলাদেশে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গেও। শুক্রবার শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ ৬ জেলায়। শনিবার পশ্চিমের জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবারও কয়েক জেলায় ভারী বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উপকূলে ৫৫ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে। টাইফুন ইয়াগির অবশিষ্টাংশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে উপকূলে গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রশান্ত মহাসাগরের এই টাইফুনই ধ্বংসলীলা চালায় চিন ভিয়েতনামে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File