Donald Trump-Elon Musk | বন্ধুত্বে ফাটল? ‘আমাকে ছাড়া ট্রাম্প জিততেই পারতেন না’! দাবি মাস্কের
Friday, June 6 2025, 6:52 am
Key Highlightsট্রাম্প হুমকি দিয়েছেন ইলন মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি যাবতীয় চুক্তি বাতিল করে দেওয়া হবে। মাস্কও পাল্টা জবাবে স্পেসএক্সের (SpaceX) ড্রাগন স্পেসক্রাফ্ট তৈরি স্থগিত করে দেওয়ার কথা জানালেন।
তিনি না থাকলে প্রেসিডেন্ট নির্বাচনে জিততেই পারতেন না ট্রাম্প! এমনই দাবি করলেন ইলন মাস্ক। দিন কয়েক আগেই ট্রাম্প প্রশাসনের উচ্চপদ থেকে সরে দাঁড়িয়েছেন মাস্ক। এরপরই ট্রাম্প হুমকি দিয়েছেন যে ইলন মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি যাবতীয় চুক্তি বাতিল করে দেওয়া হবে। পাল্টা স্পেসএক্সের ড্রাগন স্পেসক্রাফ্ট তৈরি স্থগিত করে দেওয়ার হুমকি দিয়েছেন মাস্ক। প্রেসিডেন্সিয়াল ভোটের আগে প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন, তাঁর হয়ে প্রচারে বিপুল অর্থ ঢেলেছিলেন মাস্ক। বন্ধুত্বে ফাটল ধরতেই এবার উল্টো সুর গাইছেন তিনি!
- Related topics -
- আন্তর্জাতিক
- ইলন মাস্ক
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- স্পেসএক্স

